
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারতের শ্রীলঙ্কা সফর দিয়ে কোচিং কেরিয়ার শুরু হচ্ছে গৌতম গম্ভীরের। সোমবারই দ্বীপরাষ্ট্রে রওনা দিয়েছে ভারতীয় দল। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতের নয়া কোচ এবং সিলেক্টর অজিত আগরকার। নিজের স্বভাব অনুযায়ী সাংবাদিকদের প্রশ্নে একের পর এক বোমা ফাটালেন গম্ভীর। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সবথেকে বড় প্রশ্ন রোহিত শর্মা এবং বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে। স্বভাপসিদ্ধ ভঙ্গিমাতেই এদিন গম্ভীর জানিয়ে দিলেন, ‘রোহিত এবং বিরাট বড় মঞ্চে কী করতে পারে তার প্রমাণ আলাদা করে দেওয়ার দরকার নেই। দুজনের মধ্যেই এখনও প্রচুর ক্রিকেট বাকি রয়েছে। তার থেকেও বড় কথা সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং অস্ট্রেলিয়া সফর রয়েছে। ফিটনেস থাকলে ২০২৭ বিশ্বকাপেও খেলবে’।
রোহিত এবং কোহলি দুজনেই বর্তমানে ভারতের সবথেকে সিনিয়র খেলোয়াড়। ২০২৭ বিশ্বকাপের আগে ফিট না থাকলে যে তাঁদের নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে তা স্পষ্ট জানিয়ে দিলেন গম্ভীর। তবে টি-টোয়েন্টি ফরম্যাট বাদ দিলে টেস্ট এবং ওডিআইতে রোহিত এবং কোহলি যে বর্তমানে ফার্স্ট চয়েস তাও জানালেন ভারতের নতুন কোচ। আইপিএল চলাকালীন কোহলি এবং গম্ভীরের সম্পর্ক নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। মাঠের মধ্যে বিতর্কে জড়াতে দেখা গেছে দুজনকে। ফলে, গম্ভীর কোচ হয়ে আসার পর ক্রিকেটপ্রেমীদের মনে প্রথম প্রশ্ন ছিল কোহলির সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে অসুবিধা হবে না তো? টিম ইন্ডিয়ার মধ্যে অন্তর্দ্বন্দ্ব বাধবে না তো? এদিন তারও উত্তর দিয়ে জিজি।
জানালেন, ‘টিআরপি বাড়ানোর জন্য ভাল এই সমস্ত ঘটনা। বিরাটের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভাল। এই মুহূর্তে আমরা দুজনেরই ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছি। আমার সঙ্গে বিরাটের অনেক কথা হয়েছে। দল নিয়েও অনেক আলোচনা করেছি। ভারতকে চ্যাম্পিয়ন করতে গেলে আমাদের একসঙ্গে কাজ করে যেতে হবে। কোহলি একজন বিশ্বমানের খেলোয়াড়। আমি ওঁকে বরাবর শ্রদ্ধা করে এসেছি। আশা করি, আমরা সত্যিই ভাল ভাবে একসঙ্গে কাজ করতে পারব। কোচ তো ঠিক হল, কিন্তু সহকারী কারা হবেন তা এখনও জানানো হয়নি বোর্ডের তরফে। হাওয়ায় ভাসছে অভিষেক নায়ার এবং রায়ান টেন ডেসকটের নাম। এদিন গম্ভীরও প্রশংসা করলেন তাঁদের। বললেন, ‘দুজনের সঙ্গেই আমি বহুদিন কাজ করেছি। তবে এখনও কারোর নাম চূড়ান্ত হয়নি। শ্রীলঙ্কা সফরের পর চূড়ান্ত হবে’।
টেস্ট দলে ব্রাত্য থাকার দিন আইপিএলেও হারলেন শ্রেয়স, প্রথম হওয়া হল না পাঞ্জাবের
খেলতে খেলতেই চিয়ারলিডারকে মন দেওয়া, নাইট তারকার প্রেমকাহিনি হার মানায় সিনেমাকেও
আইপিএল থেকে কাঁড়ি কাঁড়ি বেতন পান ধারাভাষ্যকাররা? টাকার অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো
৫ কোটি থেকে ২৩ কোটি, ভরসা করেছিলেন এই তারকার উপরে, কাব্য মারানকে ভাসালেন সেই ক্রিকেটারই
ইংল্যান্ডে ওপেন করবেন কারা? গম্ভীর জানিয়ে দিয়েছেন গোপনে
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের
মোদি-দিদির গ্যারান্টির পর এবার টুটু বসুর গ্যারান্টি! মোহনবাগানের ভোটের আগে কীসের কথা বললেন দেবাশিস দত্ত?
মাদ্রিদে অবশেষে অবসান মদ্রিচ যুগের, ১২ বছরের লম্বা কেরিয়ারে ইতি টানতে চলেছেন ক্রোয়েশিয়ান তারকা
'ওকে পাঁচ মিনিটে ঠিক করে দিতাম', ফের বিস্ফোরণ ঘটালেন যোগরাজ, এবার কাকে নিয়ে পড়লেন?
'মায়ান্তির ট্রাউজার কেন পরে আছো?' উথাপ্পাকে প্রশ্ন সানির, ভাইরাল ভিডিও
ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে, ভারতীয় ফুটবল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভাইচুংয়ের